শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | বিজেপি জেলা সভাপতির ঘরে তালা, প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল

দেবস্মিতা | ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ১২Debosmita Mondal


মিল্টন সেন, হুগলি,৭ ফেব্রুয়ারি: খোদ দলীয় সভাপতির ঘরেই তালা ঝুলিয়ে দিলেন দলের কর্মীরা। জেলা এবং শাখা সংগঠনের কমিটি গঠন নিয়ে আবারও প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। এবার কোন্দল বাঁধল দলের যোগ্য কর্মীদের বাদ দেওয়া নিয়ে।

 

 

অভিযোগ, দলীয় কমিটিতে যোগ্য কর্মীদের পরিবর্তে অযোগ্যদের প্রাধান্য দেওয়া হয়েছে। শুক্রবার এই অভিযোগ তুলে বিজেপি সভাপতির ঘরে তালা মারলেন বিজেপির কর্মীরা। সারাদিন ধরে শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ের অন্দরে চলল বিজেপি কর্মীদের বিক্ষোভ। 

 

 

শুক্রবার শ্রীরামপুর পুরসভার আট নম্বর ওয়ার্ডের কেএমশা স্ট্রিট এলাকায় রয়েছে বিজেপির তিনতলা জেলা কার্যালয়। সেখানেই দলীয় পতাকা, পোস্টার হাতে ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখাতে দেখা যায় বিজেপি কর্মীদের একাংশকে। ওই ভবনের তিন তলায় শ্রীরামপুরের সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মোহন আদকের ঘর। সভাপতির অবর্তমানে বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা সভাপতির সেই ঘরে তালা ঝুলিয়ে দেন। 

 

 

 

এই প্রসঙ্গে বিক্ষুব্ধ বিজেপি কর্মী সুমিতা পাত্র, অসীম সাহাদের অভিযোগ, যারা পুরনো কর্মী যাদের কাজ করার অভিজ্ঞতা রয়েছে, মাঠে ময়দানে নেমে কাজ করতে তাঁদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। তাঁদেরকে সরিয়ে রেখে যাঁরা জেলা সভাপতির কাছের লোক, তাঁদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাইয়ে দেওয়া হচ্ছে নানান দলীয় পদ। তাঁদের অভিযোগ সভাপতি হিসেবে মোহন আদক নিজেই অযোগ্য। গত লোকসভা নির্বাচনে কবীর শংকর বোসকে প্রার্থী করা হয়েছিল। তাঁকেও কোনও কমিটিতে রাখেননি সভাপতি। অবৈধভাবে দলের কার্যকর্তা নির্বাচন করা হচ্ছে। এই নির্বাচন তাঁরা মানছেন না। তাঁদের দাবি, দলীয় সমস্ত সদস্যদের মতামত সাপেক্ষে নির্বাচন করতে হবে। এই প্রসঙ্গে শ্রীরামপুর সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি মোহন আদক জানিয়েছেন, দলের নির্বাচন প্রক্রিয়া চলছে। সেই নির্বাচন প্রক্রিয়ায় জেলা সভাপতির নাকি কোনও ভূমিকা নেই। ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার ও মন্ডল রিটার্নিং অফিসাররাই বিষয়টি দেখছেন। দলীয় কর্মীরা যদি সঙ্ঘবদ্ধ না থাকত, তাহলে ৭৪ হাজার সদস্য সংগ্রহ করা সম্ভব হত না। 

 

 

কারা বিক্ষোভ দেখিয়েছেন? কারা তালা মেরেছেন? তিনি জানেন না। তবে যারা এই ঘটনা ঘটিয়েছেন, তারা বিজেপির কেউ নন। কারণ বিজেপি শৃঙ্খলাপরায়ণ দল। এই ঘটনা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন হুগলির সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুঁই। তিনি বলেছেন, গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বিজেপি দলের জেলায় সংগঠন বলতে কিছুই নেই। যোগ্য অযোগ্য গুরুত্ব দেওয়া, না দেওয়া এ সবই ভাঁওতা। আসলে ওদের মধ্যে গোলমাল ভাগ বাটোয়ারা নিয়ে। কারণ, সকলেই জানে বিজেপি চরম সাম্প্রদায়িক দল। সন্ত্রাসবাদীদের দল। ভাঁওতাবাজ, গুন্ডা, তোলাবাজদের দল। খোঁজ নিলেই দেখা যাবে, ভাগ বাটোয়ারার সমস্যার কারণেই হয়তো দলীয় সভাপতির ঘরে তালা মেরেছেন কর্মীরা।

ছবি: পার্থ রাহা।


#InternalConflict#Hooghly#Bjp



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ডানকুনিতে চলল গুলি, রক্তাক্ত কাণ্ড ভরসন্ধ্যায়...

শেয়ালের উৎপাতে ছাড়া পেল অপহৃত! ভেস্তে গেল মুক্তিপণ আদায়ের ছক...

বাজি কারখানায় বিস্ফোরণ, গ্রেপ্তার কারখানার মালিক ...

টানা তিনদিন বন্ধ ব্যাঙ্ক, বিপুল সমস্যা এড়াতে এখনই জেনে নিন তারিখগুলি...

ই-সাক্ষ্য অ্যাপ, রাজ্য পুলিশের নয়া উদ্যোগ, কোন কাজে লাগবে? ...

সপ্তাহশেষে আবারও দুর্ভোগের আশঙ্কা, বাতিল বহু লোকাল ট্রেন...

ফোন দেখতে চাইত প্রতিবেশী নাবালিকা! সেই সুযোগে লাগাতার ধর্ষণ করল দাদু ...

পড়ুয়াদের নিশ্চিত ভবিষ্যৎ গড়তে হবে, অভিনব ভাবনা তৃণমূল ছাত্র পরিষদের...

বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে বড় ঘোষণা ২১২টি মউ সাক্ষর এবং কত বিনিয়োগ প্রস্তাব, জানালেন মুখ্যমন্ত্রী ...

পাওয়া গেল না বিকল্প মুখ, সত্তরোর্ধ্ব অনন্ত রায়ের উপরেই ফের ভরসা সিপিএমের ...

দত্তপুকুরের কাটা মুন্ডুর রহস্যভেদ, খুনের কারণ জানলে চমকে উঠবেন...

ফের গুলেন বেরি সিনড্রোমে আক্রান্ত হয়ে ভর্তি কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে ও হাসপাতালে...

সাংগঠনিক নির্বাচন নিয়ে ধুন্ধুমার, নদীয়ায় বিজেপি অফিসে কর্মীদের ভাঙচুর ...

ইলেকট্রিক শক দিয়ে 'খুন' করা হল হাতি, বন দপ্তরের হাতে গ্রেপ্তার ১...

ইলেকট্রিক শক দিয়ে 'খুন' করা হল হাতি, বন দপ্তরের হাতে গ্রেপ্তার ১...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



02 25